ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

 

 

ঠাকুরগাঁও জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও স্বাধীনতার ৫০বছর সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে বক্তব্য দেন – ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা সংসদের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায় প্রমুখ। এর পূর্বে একটি র‌্যালি নিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।