দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী রাম মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামবাবু আগরওয়ালা,পূজা পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মহেশ চন্দ্র রায়,
কেন্দ্রীয় রাম মন্দিরের কোষাধ্যক্ষ সুভাণ চন্দ্র রায়, মন্দিরের পুরোহিত ফুলবাবু গোস্বামীসহ অন্যান্যরা।
জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে রাম বাবু আগরওয়ালা মন্দিরে একটি রাম, লক্ষণ, সীতার বিদ্রোহ দান করেন।
স্নানযাত্রার পূজা অর্চনা শেষে দুপুরে মন্দির প্রাঙ্গণে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।