নুরুজ্জামান সরকার, নীলফামারীঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪-আগষ্ঠ) সারা দেশের ন্যায় সকালে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময়, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ,ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন ও উপজেলা স্বেচ্ছাসেবক সংগঠন ঐক্য পরিষদ এর সভাপতি সেকেন্দার আলী বাদশা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।