সাগর কুমার বাড়ই | তেরখাদা, খুলনা : খুলনা জেলার তেরখাদা উপজেলার নর্থ খুলনা ডিগ্রি কলেজ ( খুলনা ) এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কলেজ স্টাফ সকাল সাড়ে আটটার দিকে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।
নর্থ খুলনা ডিগ্রি কলেজের শিক্ষক বৃন্দ সকাল সাড়ে নয় টার সময় স্বাধীনতার ৫০বছর পূর্তী উপলক্ষে তেরখাদা উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
জানা যায়, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নর্থ খুলনা ডিগ্রি কলেজের ( তেরখাদা ) উদ্যোগে কলেজ মিলনায়তনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে দশটার সময় নর্থ খুলনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেনের সভাপতিত্বে মোঃ রবিউল ইসলাম রাজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নর্থ খুলনা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিরুল হক মন্টু , কলেজের শিক্ষক সিকদার শহিদুজ্জামান , নর্থ খুলনা ডিগ্রি কলেজের শিক্ষক শাহিনুর ইসলাম সহ আরো অনেকে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।