নড়াইল লোহাগড়ায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস, এসময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলার চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহি কর্মকর্তা রোসলিনা পারভিন,লোহাগড়া থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা গন এবং সকল পেশার মানুষ, উপস্থাপন করেন লোহাগড়া উপজেলার সমবয় অফিসার মোঃতরিকুল ইসলাম।
এছাড়া লোহাগড়া পুলিশের এস আই রাজিবের নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশ মহড়া ও কুচকাওয়াজ ও সম্মান প্রদর্শন করেন এছাড়া লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আনসার সদস্যগণ সম্মান প্রদর্শন ও কুচকাওয়াজ এ অংশগ্রহণ করেন সকল শহীদের প্রতি শ্রদ্ধা উদযাপন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।