খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। লস্কর কাগজি প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট ও উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কেএম মেজবাহুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম। শনিবার বেলা ১১ টায় লক্ষী খোলা কলেজিয়েট স্কুল মাঠে এ উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে ত্রুীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা ওসি অপারেশ রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
বক্তব্য রাখেন প্রজিৎ কুমার রায় ও কে এম আসাদুজ্জামান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।