খুলনার পাইকগাছার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় ঢাকের মুহুর মুহু শব্দে তাল মিলিয়ে সুদীর্ঘ র্যালী,ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ,কীর্তন, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হলো শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি।১৮ মতান্তরে ২১ জুলাই,৩২২৮ খ্রিস্টপূর্ব মথুরা,শূরসেন রাজ্য (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ।সেই থেকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শ্রী কৃষ্ণের জন্মতিথি হিসেবে পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীগণ।এরই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় পাইকগাছা উপজেলায় পালিত হলো শ্রী কৃষ্ণের জন্মৎসব।বুধবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব প্রীতি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভার উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাধন কুমার ভদ্র।পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও পৌর কমিটির সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন,খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান, কবিতা রানী দাশ।পাইকগাছা থানার (ওসি তদন্ত) তুষার দাশ।বক্তব্য রাখেন এ্যাড. চিত্তরঞ্জন মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল,অধ্যক্ষ মিহির বরুণ মন্ডল,পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল,কেন্দ্রীয় মন্দিরের সভাপতি দেব্রত রায় দেবু, সাধারণ সম্পাদক অখিল কুমার মন্ডল সহ অসংখ্য ভক্তবৃন্দ। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয় মঙ্গল শোভাযাত্রা। পরে প্রসাদ বিতরণ, কীর্তন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।