“প্রতিদিন স্কুলে যাই, লেখা পড়ায় বিভেদ নাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার খুলনার পাইকগাছায় মীনা দিবস উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার(ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষক মন্ডলী,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।