মতলব দক্ষিণ উপজেলায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর আয়োজিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
মতলব দক্ষিণ উপজেলায় আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেণু দাস -এর সভাপতিত্বে দিনব্যাপী সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব বি এইচ এম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুর এবং আওলাদ হোসেন লিটন মেয়র, মতলব পৌরসভা, চাঁদপুর। উক্ত আয়োজনের প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে ‘খ’ গ্রুপে মোট আটটি প্রতিষ্ঠানের মধ্যে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। উক্ত প্রামাণ্যচিত্রের দিকনির্দেশনা ও পরিচালনায় ছিলেন মোঃ জিহাদুল ইসলাম, নয়ন চন্দ্র দাস, আরেফিন, অর্ণব, নূরুন্নবি হক নাফিজ, তাহসিন মিয়াজী।
অভিনয়ে – এনামূল, নাফি, শিহাব, মাহতাব, আরবর, মিরান, রাফা, অন্তর, মাহিন, নাহিদ সহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।