ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর) : প্রতিপাদ্য “সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভাল থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার” নিয়ে জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলায় ১০ অক্টোবর সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে দুপুরে একটি র্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডা. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সহ আরো অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।