বাপ্পী সরকার, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরাঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি অঞ্চলে
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তারই ধারাবাহিকতা রবিবার সকল ৮:৩০ মিনিটে জাতীয় পতাকা, শোক পতাকা, ও দলীয় পতাকা উত্তোলন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ১মিনিট নিরবতা পালন করেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক গাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রনজিৎ মন্ডল, সহ-সভাপতি উপেন্দ্র নাথ সরকার, সাংগঠনিক সম্পাদক নির্মল কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা বরকতুল্লাহ গাজী, মোরালী মোহন সরকার, জেহের আলী মিস্ত্রী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম ইমন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এবং করোনা এক্সপার্ট টিমের টিম লিডার মোঃ আমিনুর রহমান, কোষাধক্ষ্য বাপ্পী সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন তপন কুমার গাইন, আব্দুল গফফার বিশ্বাস, আজিজুর রহমান আজু, আব্দুল জলিল মোল্লা, ইউপি সদস্য গোলাম কায়ূম, আবু বক্কর গাইন, আব্দুর ছাত্তার খান, আবু বক্কর সরদার, আব্দুল গণি, শ্যামলী সরকার, রাফিজা খাতুন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার। এবছরও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।