মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, ঋণ প্রদান ও সনদপত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
সোমবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে ঈশ্বরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য ফখরুল ইমাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলি, জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম খান সুরুজ,
প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে আত্মকর্মীর মাঝে যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণের উদ্বোধন এবং সনদপত্র বিতরণ করা হয়। এই সময় মোট ৪৩ জন আত্মকর্মীর মাঝে ৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।