বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্টিত হয়েছে। ( ৬ অক্টোবর) গতকাল বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন পূজা সাহা,কৃষি সম্প্রসারণ অফিসার দিনেশ

চন্দ্র রায়,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় নাজির উদ্দিন, নাজির উদ্দিন,ইয়াকুব আলী,আব্দুর রাজ্জাক,বিরামপুর পৌরসভার স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান বাদশা ও কসাইখানা পরিদর্শক মোর্শেদ জাহান চৌধুরী প্রমুখ। এসময় উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের সচিবগণ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।