বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি– দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জনসচেতনতামূলক মহড়া অনুষ্টিত হয়েছে।

(১৩ অক্টোবর) বুধবার সকাল সাড়ে ১২ টার সয়ম উপজেলা কনফারেন্স সভা কক্ষে আলোচনা সভা ও উপজেলা চত্তরে এ জনসচেতনতামূলক মহড়া অনুষ্টিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল উসলাম ও উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওসার আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারঃ) আনোয়ার হোসেন প্রমূখ।

এসময় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দূর্যোগ প্রতিরোধী মহড়া প্রদর্শন করা হয়।