যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে বেনাপোলে পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোল – কাস্টমস হাউজে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বিকালে কাস্টমস ক্লাব হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস দিবসে এবারের মূল প্রতিপাদ্য ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’।

তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ, তথ্য-উপাত্ত চর্চা ও তথ্য প্রতিবেশ।

স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল কাস্টমস হাউজের নিজস্ব অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যশোর কাস্টমস কমিশনার, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোঃ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মোঃ মনিরুজ্জামান (উপসচিব), বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মহসিন মিলন, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান প্রমূখ।