আজাদুল বারী,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ‘বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌর শহরস্থ প্রেসক্লাব হল রুমে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেসক্লাবের উপদেষ্টা শাহজাহান পাঠানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, দপ্তর সম্পাদক মুজাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন, কার্য্য নির্বাহী সদস্য করিম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।