জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার শেরপুরে ভিন্নধর্মী আয়োজন করা হয়।

অসচ্ছল, দরিদ্র পরিবারের মেধাবীদের খেলাধুলায় আরও উৎসাহ যোগাতে স্থানীয় ২৫ জন ক্ষুদে খেলোয়াড়কে বাইসাইকেল উপহার দিয়েছে শেরপুর জেলা প্রশাসন।

১৫ জন ছেলে ও ১০ জন মেয়েকে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এসব বাইসাইকেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

এসময় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, শেরপুরে এখন অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসছে। বিশেষ করে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ফুটবলার আতিক, কিরণ, অ্যাথলেট জহিরের মতো খেলোয়াড়রা শেরপুরের নাম উজ্জ্বল করে তুলছে।

তিনি বলেন, ক্ষুদে খেলোয়াড়রা অনেক সময় দূর থেকে স্টেডিয়ামে এসে প্র্যাকটিস করে। তাদের যাতায়াতের সুবিধার্থে এসব বাইসাইকেল দেওয়া হলো। যতদিন তারা প্র্যাকটিস করবে, ততদিন সাইকেলটি তাদের কাছে থাকবে। পরবর্তীতে প্র্যাকটিস শেষে সাইকেলটি ক্রীড়া সংস্থার কাছে ফেরত দিবে, যাতে অন্যজন সেটি ব্যবহার করতে পারে।

ডিএসএ সচিব মো. জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কহিনূর বেগম বিদ্যুৎ প্রমুখ।