“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহা সড়ক প্রদক্ষিণ করে চত্বরে প্রত্যাবর্তন করে র্যালিটি।
র্যালী পারবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,আনসার ভিডিপি ব্যাংকের উপজেলা শাখার ব্যবস্থাপক বুলবুল আহম্মেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা হা¯œা জাহান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।