হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
রবিবার বিকাল সারে ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শশহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজ সেবা অফিসার কল্লোল সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস সহ অনান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপস্থিত ছিলেন।