হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা”“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা আওয়ামীলীগ ও মধুখালী মহিলা পরিষদের আয়োজনে ভিন্ন ভিন্ন ভেনুতে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু করে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এর উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ.উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ অন্তরা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা পল্লী উন্নয়ন দারিদ্র বিমোচন কর্মকর্তা অলোকা সেন ও মধুখালী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম প্রমুখ। সকালে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে পৌর সদরে অবস্থিত রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) লাভলী পারভীন,মহিলা পরিষদের সাধারন সম্পাদক সামসুন্নাহার নেহার,তুরিন শাহরিযার,পৌর কাউন্সিলর রেহেনা আলমীর প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় রইছননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকাসহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে আধুনিক মিলনায়তন সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে র্যালী শেষ হয়। বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে র্যালী পরবর্তী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে সাংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের মিলি ইসলাম,প্রীতি কণা ভাদুরী,খন্দকার রুবিনাসহ প্রমুখ। র্যালী ও আলোচনা পরবর্তী ভিন্ন ভিন্ন ভেনুতে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।