মনপুরা (ভোলা)প্রতিনিধি : একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ভোলার মনপুরা উপজেলা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মনপুরা থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বন বিভাগ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, বি আর ডিবি কর্মকর্তা মাহাতাবউদ্দিন ভূইয়া, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন,মনপুরা রেঞ্জ কর্মকর্তা মঈনুল ইসলাম,পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৭টায় উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন,মনপুরা প্রেসক্লাব,যুব রেড ক্রিসেন্টে সোসাইটি, বিভিন্ন এনজিও, মনপুরা সরকারি কলেজ,হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সাকুচিয়া আবদুল্লা আল ইসলাম জ্যাকব মহাবিদ্যাল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনে উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি আ’লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় , দলীয় ও কালোপতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হ’য়ে।আলোচনা সভার সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার সঞ্চালনা বক্তব্য রাখেন, মনপুরা সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,সেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন মিঞা, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর সহ অনেকে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর,সাধারণ সম্পাদক সুমন ফরাজি সহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শহীদের রুহে মাগফেরাত কামনা দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।