মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে মণিরামপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ ২৬শে মার্চ প্রভাত ফেরীতে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকির নেতৃত্বে বিশাল এক শোভাযাত্রা বের করে মনিরামপুর উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের ব্যানারে শোভাযাত্রা শেষে মিলিত হয় মনিরামপুর উপজেলা চত্বরের বঙ্গবন্ধু মোরালের সামনে। এ সময় তারা ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ পুষ্পস্তবক অর্পন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ,
মাহাবুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি,মনিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা আল হেলাল,মনিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল ইসলাম।
এ ছাড়াও পৌর ছাত্রলীগ নেতা খলিলুর রহমান আতাহার ইস্তিয়াক(ইস্থি),সজিব হোসেন ,মেহেদী হাসান , মফিজুর রহমান মফিজ ,আবিদুর রহমান আবির ,হৃদয় ,শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তৈয়ব টুটুল রাকিব হোসেন মাহাবুর রহমান রাজু সহ পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।