মাগুরা প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শালিখা উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে আসে । পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিফ উল হাসানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃ কামাল হোসেন ,সহকারী কমিশনার ভূমি, জনাব তিথি মিত্র, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার সাবানা, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কার মাষ্টার, মোঃ আরোজ আলী চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ নওয়াব আলী সাধারণ সম্পাদক প্রেসক্লাব শালিখা মাগুরা,বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,সাংবাদিক বৃন্দ, নারী ও নারী সংগঠনের নেতৃত্ব বৃন্দ। আলোচনা সভা শেষে নারীর অধিকার রক্ষায় অবদান রাখায় বিভিন্ন নারীদের সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।