মনিরামপুর প্রতিনিধি:-
আজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোভিড-১৯ টিকা দেওয়ায় কার্যক্রম শুরু করেন ১১নং চালুয়াহাটি ইউনিয়নে।
এখানে হাতে নিজের স্মার্ট কার্ড থাকলেই দিতে পারবে কোভিড -১৯ টিকা।
এখানে ছুটে আসেন অনেক লোকজন মাক্স পড়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে।
এলাকার সকল লোক জন শেখ হাসিনার এই কার্যক্রম আন্তরিক ধন্যবাদ ও জন্মদিনের শুভেচ্ছা জানান।
টিকা নিতে আসা ইমরান হোসেন তামিম বলেন, আমরা সাধারন মানুষ কম্পিউটার বা মোবাইলের বেশি কিছু বুঝিনা আমাদের এভাবে টিকা দেওয়া অনেক সুবিধা ।এজন্য প্রার্থনা করি মাননীয় প্রধানমন্ত্রী জন্য।
আরো টিকা নিতে আসেন চালুয়াহাটি গ্রামের আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আজিজুল হক, মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন।
বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ সরকার তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রকার মানুষের কথা ভাবেন।
তারাই চিন্তা ধারণায় আজ আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে করোনার টিকা দিতে পারতেছি ঘরে ঘরে। আমি তার জন্মদিনে সুস্থতা কামনা করি।
সবাই মাক্স পড়বেন, সুস্থ থাকবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।