শেখ রাসেল,বাগেরহাট জেলা প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগি সংগঠন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র্্যালির আয়োজন করে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরৎ জাহান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মেন্টর পিযুশ কান্তি মজুমদার, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের মোংলার আহবায়ক রেবেকা সুলতানা।
এছাড়া আলোচনা সভায় আরো অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী অধিকার কর্মি,  শিক্ষার্থী সহ আরো অনেকে। আলোচনায় বক্তারা এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যঃ ” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”।  এর উপর আলোকপাত করেন। প্রযুক্তিতে নারীদের এগিয়ে আসা সহ জেন্ডার বৈষম্য দুর করে নারী-পুরুষের সম অধিকারের কথা বলেন বক্তারা।
এরপর উপজেলা পরিষদ চত্তরের সামনে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ এর ব্যানারে সকল পর্যায়ের মানুষের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি উদযাপন অনুষ্ঠিত হয়।