আরিফ তালুকদার, বাগেরহাট প্রতিনিধি: ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি ‘ – এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ- ই- আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রধান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
আলোচনা শেষে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প, অগ্নিকান্ড নির্বাপন পদ্ধতির মহড়া প্রদর্শন করা হয়। সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে এ মহড়া প্রদর্শনী উপভোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।