নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মৌলিক অধিকার রক্ষাই মানবাধিকার; মৌলিক অধিকার কেড়ে নিয়ে আজ জাতীয় জীবনে মানবাধিকার লঙ্ঘণের রেকর্ড গড়েছে বর্তমান ক্ষমতাসীন সরকারের একটি অংশ। এদেরকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।
১০ ডিসেম্বর সকাল ১০ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মানবাধিকার রক্ষায় মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক হাবিব চৌধুরী, রাবেয়া খান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আরো বলেন, নির্মম ক্রশ ফায়ার বন্ধের জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে মানবাধিকার রক্ষায়। একই সাথে মৌলিক অধিকার যেন সকলে যথাযথভাবে পায়, সে জন্য কর্মসূচি অব্যহত রাখতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।