মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও): আন্তর্জাতিক মানবাধিকার দিবস২০২১ইং পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস /ইপারের সহযোগিতায় পৌর-শহরে র্যালি ও ইএসডিও অফিস চত্তরে (১০ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টায় আহম্মদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইএসডিওর প্রেম দীপ প্রকল্পের সমন্বয়কারি সিরাজুল সালিকিন, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী, মোবারক আলী ও ফরুক আহাম্মেদ, আদিবাসীর ভিডিসি সভাপতি সিংড়াই সরেন মানিক এছাড়াও কমিশনার রুহুল আমিন, খোকন সরকার, সংবাদকর্মি ও ক্ষুদ্র নৃ গোষঠীর ভাই/বোনেরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিওর ম্যানেজার খায়রুল আলম।