মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা সহকারী ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, তথ্য অফিসার হালিমা বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ডাক্তার তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী ও সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।