অংবাচিং মারমা রুমা,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুমা উপজেলা আজ ১৭ মার্চ রোজ বৃহস্পতিবার বিকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ আওয়ামিলীগের সহ-সভাপতি ও রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা।এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশু সমান অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বান্দরবান পালিত হয়েছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২ তম জন্মশত বার্ষিকী ও জাতির শিশু দিবস। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা কার্যালয়ের পতাকা উত্তোলনের ও রুমা বাজার শহরে আনন্দ র্যালী গর্বময় শ্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে পালন করেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলিগের সভাপতি উহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ রুমা উপজেলা সাধারণ সম্পাদক থাংখামলিয়াম বম,রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভা নেত্রীর নুম্রাউ মারমা,রতন কান্তি দাস ও অঙ্গসংগঠনে নেতাকর্মী সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রুমূখ।