মোঃ এনামুল হক লোহাগড়া, প্রতিনিধিঃ

১৫ই আগষ্টের শোক দিবস আজ ১৬ই আগষ্ট সোমবার ২ টার পর নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ৮ নং দিঘলিয়া ইউনিয়নের “দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজে”শোকদিবস দোয়া মাহফিলের আয়োজন করেন ছাত্রলীগ যুবলীগের উদ্দোগে। উপস্থিতি- সকলেই সংক্ষিপ্তভাবে বক্তব রাখেন।

১/ শিকদার আজাদুর রহমান আজাদ সহ সভাপতি আঃলীগ নড়াইল জেলা।
২/জহিরুল ইসলাম আক্কেল আলী আঃলীগ নেতা।

৩/আশরাফুল আলম যুবলীগ সভাপতি দিঘলিয়া ইউনিয়ন।
৪/মুনজুরুল ভুইয়া সাঃসম্পাদক দিঘলিয়া ইউনিয়ন যুবলীগ।
৫/শেখ সাগর যুবলীগ দিঘলিয়া ইউনিয়ন শাখা।
৬/জাহিদুল ইসলাম যুবলীগ লোহাগড়া উপজেলা।
৭/মোঃসোয়েব যুবলীগ লোহাগড়া উপজেলা
৮/ঝন্টু সরদার যুবলীগ সাংগঠনিক সম্পাদক। দিঘলিয়া ইউনিয়ন
৯/সাকির আহম্মেদ উপকৃষি সম্পাদক নড়াইল জেলা।

১০/ আব্দুর রহমান সুজন সভাপতি দিঘলিয়া ইউনিয়ন ও যুগ্ম সাধারন সম্পাদক লোহাগড়া উপজেলা ছাত্রলীগ।১১/এসএম রাশেদুল হাসান সাবেক সভাপতি ছাত্রলীগ লোহাগড়া উপজেলা।
১২/মোঃমারুফ হুসাইন সভাপতি ছাত্রলীগ লোহাগড়া উপজেলা।
১৩/ মোঃ সজিব মুসল্লি সাঃসম্পাদক ছাত্রলীগ লোহাগড়া উপজেলা।
১৪/নাঈমুর রহমান আরমান পৌর ছাত্রলীগ লোহাগড়া উপজেলা।
১৫/আশিকুর রহমান রিহান সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ লোহাগড়া উপজেলা।
১৬/মোল্যা খালেদ হাসান সহ সম্পাদক ছাত্রলীগ নড়াইল জেলা।
১৭/সাব্বির মোল্যা উপকৃষি বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নড়াইল জেলা।

১৮/সরদার আরমান সাবেক সহসভাপতি ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষীন।
১৯/আশরাফুল আলম হৃদয় সহসভাপতি ছাত্রলীগ নড়াইল জেলা।
২০/মোঃরুবেল শেখ শ্রমিকলীগ সাঃসম্পাদক লোহাগড়া উপজেলা।
২১/শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ লোহাগড়া উপজেলা।
২২/ওহিদুর শিকদার বঙ্গবন্ধু পরিষদের সাঃসম্পাদক ঢাকা।

আজ দুপুর ২ টার পর দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রলীগ যুবলীগ আয়োজিত ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্হপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহতের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নবগঙ্গা ডিগ্রী কলেজ দিঘলিয়া আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

শেখ সাগর যুবলীগ দিঘলিয়া ইউনিয়ন শাখা।আব্দুর রহমান সুজন ছাত্রলীগ, এসএম রাশেদুল হাসান। সব সময় আওয়ামী যুবলীগের নেতৃত্ব দিয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের সহযোগীতা করে থাকে। দলের প্রতি যথেষ্ট চেষ্টা করে থাকেন দলকে ধরে রাখার জন্য।বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক।

সকল নেতাদের বক্তবের পর দোয়ার অনুষ্ঠানটি শেষ করলেন।