দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক  দিবস পালিত হয়েছে সাতক্ষীরায়। (২২ অক্টোবর শুক্রবার) সকালে সাতক্ষীরা

“গতি সীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি”এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার পৃষ্ঠপোষক দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও সাতক্ষীরা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, বি. আর. টি. এ সহকারি পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান,

সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মোঃ সেলিম রেজা মুকুল, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবর রহমান।
আরো উপস্থিত ছিলেন শেখ  আহসানুর রাজিব, এ্যাড এ বি এম সেলিম, মোঃ রফিকুল ইসলাম শাওন, খন্দকার আনিসুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, জি এম সোহরাব হোসেন, মোঃ আমিনুর  রশিদ সুজন, মোঃ মনিরুজ্জামান মনি,  প্রভাষক নাজমুল হক,  দৃষ্টিপাত পত্রিকার ষ্টাফ রিপোটার মাসুদুর জামান সুমন, মোঃ কামরুল ইসলাম, ডাঃ অহিদুজ্জামান, আব্দুল মাতিন, মোতাহার নেওয়াজ মিনাল, মোঃ ফিরোজ হোসেন,  এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, শেখ হাসান গফুর, মোঃ কামাল হোসেন প্রমূখ।