মাহমুদুল হাসান | সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে করণ বিষয়সমূহ এবং তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি,

প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।