মোঃ জাকিউর রহমান, ঢাকা প্রতিনিধি
আজ ১৭ই মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে দিনটি।
সারা দেশের মতো সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও নানান আয়োজনে উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন-২০২২ খ্রিঃ। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামছ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব দেওয়ান আলিমুদ্দিন শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে ছায়মা খানম।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আলিমুদ্দিন শিশির বলেন-“বাঙ্গালী জাতির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে তাঁর সম্পর্কে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে জানার আগ্রহ আরো প্রবল হলো। এই শিশু দিবসে সারাদেশের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ুক এবং স্বাধীনতার চেতনায় গড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম এই প্রত্যাশা।”
এসময় অতিথিগণ বিজয়ীদের হাতে বই সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। টুঙ্গিপাড়ার সেই মুজিব হয়ে উঠেন বাঙ্গালী জাতির পিতা। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিহত হন মহান এ নেতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।