খুলনা বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষ্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা বের হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে দিয়ে হাদী চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর এ কে ফজলুল হক। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও ক্লাবের সদস্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি আহসান রাজিব প্রমি ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জানান, নবগঠিত এই ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছর বৃহৎ পরিসরে এ দিবসটি পালনে আমাদের পরিকল্পনা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।