স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্যারেন্ট গ্রুপ এন্ড ফাউন্ডেশন এর শিক্ষা সামগ্রী ও টিউবওয়েল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্যারেন্ট গ্রুপ এন্ড ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।

রাণীশংকৈল উপজেলার রাতোর বাজার সংলগ্ন একটি এলাকায় ত্রিশ(৩০) টি পরিবারের মাঝে সাধারণ টিউবওয়েল ও বিশ (২০)জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্যারেন্ট গ্রুপ এন্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব এম এ সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম চেয়ারম্যান ৭ নং রাতোর ইউপি।

জনাব মোঃ আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক,

জনাব মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব ৭ নং রাতোর ইউপি ,জনাব মোঃ সোহেল রানা, সভাপতি যুবলীগ ৭ নং রাতোর ইউপি,জনাব মোঃরেজাউল করিম, সভাপতি কৃষকদল, ৭ নং রাতোর ইউপি,জনাব মোঃআব্দুস সবুর, সভাপতি সেচ্ছাসেবক লীগ,৭ নং রাতোর ইউপি, জনাব মোঃ রবিউল আসাদ, সাধারন সম্পাদক, রাতোর একতা যুব সংঘ সহ আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির মানুষের পাশে থাকার জন্য প্যারেন্ট গ্রুপের সফলতা কামনা করেন এবং নিজের সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর দৃঢ় প্রয়াস ব্যক্ত করেন।