সাজ্জাদ হোসেন সাজু,চরভদ্রাসন প্রতিনিধি: ‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ২১ জুলাই ফরিদপুরের চরভদ্রাসনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব মোল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। এ সময় আরো বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ খায়রুল ইসলাম, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও সাংবাদিক আবুল কালাম। ১৯৯০ সাল থেকে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হলেও এবার ঈদুল আজহার কারণে সরকার এ দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়।
বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হচ্ছে- পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।