মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: নানা কর্মসূচিতে শেরপুরে মহান বিজয় দিবস পালিত হ”েছ। সকাল সাড়ে ছয়টার সময় শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, মুক্তযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সং¯’া, অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও
সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীর নেতৃত্বে জেলা বিএনপি, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনের নেতৃত্বে শেরপুর প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেরপুর মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। ¯’ানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।