মোঃ নাজমুল হাসান নবীন,বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি: আজ ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করবো শুদ্ধ তথ্য ভান্ডার গরবো। এই শ্লোগান কে সামনে রেখে, জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ বরিশাল।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সজল চন্দ্র শীল, সহ কারি ভুমি অফিসার জনাব আবুজর মোঃ ইজাজুল হক, যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব তহমিনা বেগম (মিনু) সহ বাংলাদেশ আওয়ামীলীগের বাকেরগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোজ্জাম্মের হোসেন সহ ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও নিবন্ধক সহ উপস্থিত ছিল,উপজেলা স্কাউট লিডার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের সহ সভাপতি, সাংবাদিক, মানবাধিকার সংগঠনের উপজেলা ছাত্র সাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজমুল হাসান (নবীন)
এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে যে সব জটিলতা ছিল তার সমাধান বের করা, ৪৯ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা বিষয়ে বার বার জনগণকে সরাসরি ভাবে উদ্ভুদ্ধ করা। সংশোধনি সম্পর্কে সার্টিফিকেট অনুযায়ী এবং ভোটার কার্ড অনুসারে তার সংশোধন করা বিষয়ে নানা ভাবে আলোচনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।