চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রানে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ছেলে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল  দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮(অক্টোবর) মঙ্গলবার  সকাল ৮.৩০মিনিটে উপজেলা পরিষদের  কমপ্লেক্স  চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা।
এর পর উপজেলা হলরুমে অনাড়ম্বর আয়োজন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি কেক কাটা হয়। 
বেলা ৯.৩০ মিনিটে উপজেলা হল রুমে  আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার মোল্যা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশন (ভূমি)খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,ও চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল।
এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা  প্রতিযোগিতা, আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।