মো: সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই স্লোগান নিয়ে অদ্য ০৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হায়াত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) জনাব মো: জুবায়ের হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসা: শিউলী বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শিবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও কাউন্সিলরবৃন্দ, ইউপি সচিব, শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।