চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার জাতীয় যুব দিবস-২০২২ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও ফরিদা বেগম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জিয়াউল হক।
“ প্রশক্ষিত যুবক, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, শাহজাহান খান, শিক্ষক শেখ মোঃ মনিরুজ্জামান সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, স্বাবলম্বি যুবক রাহাত খান ও ফরিদা বেগম প্রমূখ। সভাশেষে প্রশিক্ষিত যুবক ও যুবতীদের মাঝে জ্ঞানের প্রতীক বই বিতরন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।