এস আহমেদ ফাহিম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে কেক কাটার আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। 
এসময় নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আনোয়ারুল বাশার,স্বাধীনতা  শিক্ষক পরিষদের সহ সভাপতি  আফসানা মৌসুমী,শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ সিয়াম সহ বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।