২রা নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস। “আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ অন্ধ আঁকিতে রাশি জ্বালাবে করবো দৃষ্টিদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ নানান আয়োজনে বেনাপোল মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্যে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তম চক্ষুদান দিবস পালিত হয়েছে। লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ উদযাপন উদ্যেগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭২ সালে ২রা নভেম্বর অধ্যাপক ডা. নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদাতা দিবস পালন করা হয়।
বুধবার (০২ নভেম্বর) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে র্যালি বের হয়ে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক র্যালি শেষে করে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ কার্যালয়ে শেষ হয়। র্যালি শেষে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ পরিচালক মোঃ রাব্বি হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বেনাপোল মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম শেখ রুবেল ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবুর রহমান হবি ।
লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রাব্বি হাসান প্রতিনিধিকে জানান আজ জাতীয় রক্তদান দিবস ২০২২ উপলক্ষে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশে এর পক্ষ থেকে দেশের সকল রক্তদাতা ভাইবোন এবং রক্ত সংগ্রহ কারী ভাইবোন দের কে জানাই স্যালুট সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। মন থেকে সকলের জন্য অফুরান্ত শুভকামনা ও অবিরাম ভালোবাসা তাঁদের সবার জন্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান হৃদয়। উল্লেখ্য দিবসটি উপলক্ষ্যে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ সকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।