টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাউদ হাসান এর নেতৃত্বে সোমবার (১৫ আগস্ট) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ মনিরা সুলতানা, বেগম মনিকা খান , জেলা লিগ্যাল এইড অফিসার, টাঙ্গাইল, বেগম রিজোয়ানা রশিদ, ম্যাজিস্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত,
টাঙ্গাইল , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামছুল আলম, বেগম ফারজানা হাসারাত, জনাব রূপন কুমার দাশ, জনাব বাদল কুমার চন্দ, জনাব আকরামুল ইসলাম, বেগম নওরীন করিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান, বেগম রুমি খাতুন ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জনাব আবু বকর,
নাজির জনাব নিউটন মজুমদার, হিসাবরক্ষক জনাব মোঃ নজরুল ইসলামসহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পরে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ) বেগম খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।