“শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা” এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে (রবিবার) সকাল ১১ ঘটিকায় খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলায়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
নিমন্ত্রিত অতিথি হিসেবে এ সময় আরোও উপস্থিত ছিলেন,খানসামা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হাসান,উপজেলার মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন,উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়,খানসামা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এ.এইচ. মাসুদ রানাসহ উপজেলার সাংবাদিকগন ও আগত নারী (মা) বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।