মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমীত করণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, আওয়ামীলীগ নেতা জাহিদ আহসান পিয়াল, বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, জিআরএম শাহজাহান, ডিএম দুলাল, যুবলীগ নেতা শাহিনুর রহমান মন্টি, হোসেন আলী বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেন চন্দন ও ছাত্রলীগ নেতা মারুফ হাসন রবিন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।