আগামী শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ আগামীকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) একটি প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপনযোগ্য বিষয়াদি চূড়ান্ত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু গত রাতে দৈনিক বলেন, আগামী শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।