অমর হোক মা, মাটি ও দেশ। এই মায়ের বাংলা ভাষা রক্ষার নিমিত্তে পূর্ব বাংলার দামাল ছেলেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে অসীম বীরত্বের পরিচয় দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেয় এরকম দ্বিতীয় কোনো জাতি নেই। একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ঐ আন্দোলন ছিলো বাঙালি জাতির স্বাধীকার আদায়ের আন্দোলন, ন্যায্য দাবির আন্দোলন। তাইতো এই আন্দোলনকে পরবর্তীতে “৫৪ এ নির্বাচন ” “৬৬ এর ছয় দফা” ৬৯ এর গণ-অভ্যুত্থান ” কিংবা ৭১ এর মুক্তিযুদ্ধের ভিত্তি বলা হয়ে থাকে। বাঙালি জাতির সুর্যসন্তানেরা সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অন্যান্য যারা আছে ঐ দিন ২১ শে ফেব্রুয়ারি ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুঝিয়ে দিয়েছিলো আমরা মাথা নোয়াবার নয়, আমরা হেরে যাওয়ার নয়, আমরা বীরের জাতি।
কিন্তু, স্বাধীনতার প্রায় চার দশক পেরিয়ে গেলেও আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি?
ভাষাকে তার কতটুকু প্রাপ্য সম্মান দিতে পেরেছি?
আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাংলাভাষা আজ মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। বিভিন্নভাবে বিকৃত করা হচ্ছে ভাষাকে, ভাষা যেনো হারিয়ে ফেলছে তার স্বকীয়তাকে। ভাষার এই করুণ দৃশ্য নিধনে দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠুক দেয়াল পত্রিকা, আয়োজন করা হোক সাহিত্য বিষয়ক সভা প্রতিটা পরিবার থেকে উঠে আসুক লেখক, কবি, সাহিত্যিক আর পাঠক। ভালোবাসি একুশে, ভালোবাসি ভাষাকে, অমর হোক শহীদ স্মৃতি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।