#লকডাউন বাংলাদেশ
তোমাকে জানাতে চাই?
তোমার বুকে রয়েছে অসংখ্য দারিদ্রসীমার নিম্ন আয়ের মানুষ বলতে গেলে ‘দিন এনে দিন খাওয়া মানুষ’ বিশেষ করে ভ্যান, রিক্সা চালক এমনকী দিনমজুর, শ্রমিক। এদের মুখে লকডাউন মৃত্যুমান কষ্টের বাস্তবতার দিকে দেখুন বুঝতে পারবেন…!
আসলে নিম্ন আয়ের মানুষগুলা অনেক বেশিই নিয়ম মেনে চলে দূর্নিতি কম করে খেয়াল করুন তবেই বুঝবেন কিন্তু সব নিয়মে তারা চলতে পারে না কারণ পেটে না দিলে পিঠে সয় না এটাই বাস্তবতা। লকডাউন পালনে তাদের রুটি রুজি বন্ধ তাহলে??
আমরা সেই জাতি!
যারা ২০০ টাকার চোর’কে গাছে বাঁধি, অত্যাচার করি..!
আর ২০০০……….. কোটি টাকার চোরকে স্যাঁর ডাকি!
তবুও আমরা মানিয়ে নিতে পারি কিন্তু পেটে না দিলে কিছুই সয় না, করোনা পরিস্তিতিও ভয়াবহ কিন্তু তার থেকে সমস্যা দারিদ্রসীমা তাই লকডাউন পালনের আগে বাস্তবায়ন করতে হবে খাদ্য, বেচেঁ থাকার সম্বল। তবেই সবাই মানবে নিয়ম না হলে লকডাউন কষ্টের এবং হাস্যকর হয়ে উঠবে।